শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
ঝড়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে ঘরের ওপর গাছ পড়ে পাঁচ বছরের ছেলেসহ এক মা মারা গেছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতেরা হলেন উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের আবদুল কাইয়ুময়ের স্ত্রী রুপতারা (৪৫) ও তাঁর ছেলে তাইজুল (৫)। নিহত রুপতারা নয় মাসের অন্তঃসত্তা ছিলেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঝড় শুরু হলে করিমগঞ্জ উপজেলার হাজীপাড়া গ্রামের কৃষক আবদুল কাইয়ুমের বসত ঘরের পাশে থাকা একটি রঙ্গিলা গাছ উপড়ে দোচালা টিনের ঘরের ওপর পড়ে। এতে ঘরটি দুমড়ে-মুচড়ে য়ায়। এ সময় কাইয়ুমের পাঁচ বছর বয়সী ছেলে তাইজুল ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত কাইয়ুমের অন্তঃসত্ত্বা স্ত্রী রুপতারাকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।