শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে নিখোঁজের ছয়দিন পর নারীর মরদেহ উদ্ধার

রিপোর্ট: শাহজাহান সাজু / ৮৩৬ বার পড়া হয়েছে এ নিউজটি
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জে নিখোঁজের ছয় দিন পর পুকুরে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মদিনা আক্তার (৩৬) জেলার পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামের আবু তাহেরের মেয়ে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আজ মঙ্গলবার (৪ জুন) সকালে সদর উপজেলার বিন্নাটি এলাকার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, গত ২৯ মে দুপুরে পাকুন্দিয়ার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি মদিনা আক্তার। পরে, স্বজনরা ঐদিই পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। ছয় দিন পর পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মযনা তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে বলেও জানান ওসি।