বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:১২ অপরাহ্ন

করিমগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে চালক নিহত

রিপোর্ট : শাহজাহান সাজু / ৪৬৮ বার পড়া হয়েছে এ নিউজটি
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

কিশোরগঞ্জের করিমগঞ্জে হটাৎ ঝড়ো বাতাসে ধান বোঝাই ট্রলি উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন।

আজ শনিবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার ভূইয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রলি চালক নবী হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের কালিয়ার কান্দা গ্রামের আবদুস সালামের ছেলে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “আজ শনিবার (১৫ মে) সন্ধ্যার পর নিকলী উপজেলা থেকে ধান বোঝাই ট্রলি চালিয়ে করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরে আসছিলেন নবী হোসেন। পথে করিমগঞ্জের ভূইয়া বাজার এলাকায় পৌঁছলে হটাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এসময় বাতাসের গতিবেগ বেশি থাকায় ধানসহ ট্রলিটি উল্টে গিয়ে গুরুতর আহত হন নবী হোসেন। পরে, স্থানীয়রা প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং পরে হাসপাতালে যায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।”