শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

কিশোরগঞ্জে দ্বিতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা

রিপোর্ট : শাহজাহান সাজু / ৫৬০ বার পড়া হয়েছে এ নিউজটি
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

গত ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে জেলার অষ্টগ্ৰামে আওয়ামী লীগের এ এফ মাসুক নাজিম (ঘোড়া), কটিয়াদীতে আওয়ামী লীগের মাইনুজ্জামান অপু (ঘোড়া) ও নিকলীতে বিএনপি সমর্থক মোকারিম (আনারস) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে, ২০২৪) দিনগত রাতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা রুবেল মাহমুদ এ ফলাফল ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৪৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মঈনুজ্জামান অপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী আকবর দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৬৫২ ভোট।

নিকলী উপজেলায় আনারস প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোকারিম সর্দার। নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩১ হাজার ৫৭ ভোট পেয়েছেন।

অষ্টগ্রাম উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে এএফ মাশুক নাজিম ৪২ হাজার ৫৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে ১৮ হাজার ৭০৬ ভোট পেয়েছেন অপর প্রার্থী শহীদুল ইসলাম জেমস।