শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে দেবরের হাতে ভাবি নিহতের অভিযোগ উঠেছে।
নিহত অনুফা আক্তার (৪৮) কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মো. খাইরুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় আজ শুক্রবার (১৭ মে) অভিযান চালিয়ে অভিযুক্ত দুই দেবরসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, প্রায় ২০ বছর ধরে সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে খাইরুল ইসলামের সঙ্গে তার ছোট দুই ভাই জহিরুল ইসলাম ও দ্বীন ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জেরে গতকাল বৃহস্পতিবার (১৬ মে) সকাল থেকে খাইরুল ইসলামের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় ছোট দুই ভাই। পরে, সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে খাইরুল ইসলামের পরিবারের সদস্যরা বন্ধ থাকা রাস্তা খুলে বাড়ি থেকে বের হলে ধারালো অস্ত্র দিয়ে অনুফা আক্তার ও তার ছেলের ওপর হামলা চালায় দেবরেরা। এ সময় তাদেরকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অনুফা আক্তারের মৃত্যু হয়।
ওসি জানান, অনুফা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই দেবরসহ তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের কাজ চলমান রয়েছে।