সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন

তাড়াইলে আগুনে তিনটি ঘরসহ ৫ দোকান পুড়ে ছাই

রিপোর্ট : শাহজাহান সাজু / ১৭৫ বার পড়া হয়েছে এ নিউজটি
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আগুনে পাঁচটি দোকান ও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০-৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সোমবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াইল বাজারের গোরস্থান মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার দুপুরে তাড়াইল বাজারের গোরস্তান মার্কেটের একটি পেট্রোলের দোকানে আগুন লাগে।

পরে মার্কেটের অন্যান্য দোকানসহ আশপাশের বাড়িঘরেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ, করিমগঞ্জ ও তাড়াইল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগেই মার্কেটের পাঁচটি দোকান ও পাশের তিনটি বসতঘর পুড়ে যায়। এছাড়াও আগুনে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক জানান, কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।